ধরায় কোনোদিন আর
জানিনা দেখা হবে কিনা ,
স্মৃতি হয়েই রয়ে যাবে
হয়ে মোর সুখের ভাবনা।
ক্ষনিকের দেখা ক্ষনিকের কথা
ক্ষনিকের হাসা হৃদয়ের ভাষা
দিয়েছে লিখে মনের মাঝে
কোনোদিন মুছে যাবে না ।
সকালের সতেজ ফুলের মতো
মনের বনে রবে চির অমলিন
স্মৃতির পরশে মনের হরষে
স্মরিব তোমায় নিশি দিন ।
১১২

মন্তব্য করতে ক্লিক করুন