Amarendra sen

কবিতা - কোন সে স্বপন পারে

Amarendra sen

কোন সে স্বপন পারে
যেন দেখে এলাম তারে।
কোন সে চাঁদের হাট
কোন তেপান্তরের মাঠ
দেখে এলেম স্বপ্নে তারে
সপ্ত সিন্ধু সাগর পারে ।
সোনার বরণ সোনার গড়ন
যেন চাঁদের কিরণ মাখা
পরীর মতোই লাগতো তারে
যদি থাকতো পিঠে পাখা ।
আমার স্বপ্ন যদি সত্যি হয়
রাখবো তারে সোনার দোলায়
চাঁদের কিরণ আসবে ঘরে
জ্যোৎস্না রাতে খুঁজতে তারে।

পরে পড়বো
১১৫
মন্তব্য করতে ক্লিক করুন