Amarendra sen

কবিতা - আজ শুধু গাইতে চাই গান

Amarendra sen

আজ শুধু গাইতে চাই গান
কি হবে রেখে অভিমান।
যা কিছু বলার আছে
অদেখা মনের মাঝে,
মাতাল হাওয়ার মতো
সব দিক না খুলে প্রাণ।
লতার মতো হাওয়ায় দুলে দুলে
ঢেউয়ের মতো নদীর কূলে কূলে
মধুর সুভাষের মতো ফুলে ফুলে
হাওয়ায় ভেসে যাক না কেন প্রাণ।
—————————
কোন সে বেদনা
————
কোন সে বেদনা
রয়ে যায় মনের কোণে
যারে বলা যায় না।
জীবনের পথে যেতে যেতে
সঞ্চিত হয় গহন মনেতে
হারিয়ে যায় না
এমনিতে আসে হয় না।
কখনো কোনো বিশেষ ক্ষনে
বাদলের মতো জমে ওঠে মনে
বয়ে যায় নয়নে
সলিল বিন্দু কণা।

২১
মন্তব্য করতে ক্লিক করুন