কিছু অনাকাঙ্খিত গভীর দুঃখবোধ এসে আশ্রয় নিক আমার হৃদয়ে,
আমার কিছু অনাত্মীয়র মত
আমাকে দুমড়ে মুচড়ে দিয়ে যাক,
আমার বুকের পাঁজর গুলো কে ভেঙেচুরে তছনছ করে দিক
শাসকের হাড়হিম করা বিভাজনের চেয়ে অনেকটা বেশি!
আমার হাতে আর সময় বেশি নেই
একটা ছোট্ট শহরের কানাগলির আস্তাকুঁড়ে আমার ঠাঁই
আমি থেমে আছি কয়েক শতক দূরে মেহেরগড়ের আস্তানায়।
এখানে কোথাও আলো নাই, আশা ছিল কিন্তু
দুঃখবোধের গভীর বর্বরতারা জেগেছিল সিন্ধুর অপেক্ষায়।
চারিদিকে এক গাঢ় অন্ধকার চেপে ধরেছে আমার কন্টকনালী।
এখানে সব স্মৃতিগুলো বিস্মৃত হয়ে গেছে
এখানে সব অভিযান গুলো থেমে গেছে শূন্য আস্ফালনে।
দুর্বোধ্য চোরাবালির মতো থমথমে সময়ের মৃত গলিপথ,
আমাকে গিলে খাচ্ছে ক্রমশ
আমি টের পাচ্ছি না
শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি যেন একটা প্রচন্ড ঝাঁকুনিতে জেগে উঠলাম,
একরাশ গভীর দুঃখবোধ
আমার স্নায়ুকে উদ্দীপিত করে তুলল,
তীব্র কষ্টের যন্ত্রনায় কে যেন আমার মর্ম স্পর্শে আঘাত করে বসলো,
আমাকে বুঝিয়ে দিল তুমি
আর মৃত নও,
কোন বিভাজন তোমায় বলিরেখা টেনে দেয়নি এখনও
বরং নির্লজ্জ শাসকের বুকে আগুন জ্বালাবার দিন আজ।
……. …….

মন্তব্য করতে ক্লিক করুন