Amarendra sen

কবিতা - নিজের মনেই বুঝে নিও

Amarendra sen

লুকিয়ে রেখেছি মনের কথা
বলতে পারি নাই
পারবোনা তোমায় বলতে আমি
যারে বোঝ নাই।
শুধু ভালোবেসেই যাবো তোমায়
তাতেই আমার সুখ ,
চাইতে গিয়ে যদি বলে ফেলি আর
তুমি হও পরান্মুখ ;
অভিমানে যদি দূরে চলে যাই আমি
নিয়ে মনে দুখ ,
কেমন করে তবে দেখবো বলো
তোমার হাসি মুখ।
শুধু তোমায় নিয়েই জীবন আমার
সুখের কান্না হাসি ,
তুমি ছাড়া আর কিছুই নেই কো
তোমায় ভালোবাসি।
যেদিন ভালোবাসা মোর দেখে নেবে
আমার দুঃখ ব্যথা,
সেদিন তুমি নিজে নিজেই বুঝে নিও
মনের গোপন কথা।

পরে পড়বো
৩৬
মন্তব্য করতে ক্লিক করুন