খুঁজি কোথা সুন্দর ওগো নয়নাভিরাম
কোথা চির শান্তি কোথা মনের আরাম ।
এই হৃদয় খুঁজিয়া বেড়ায়
নয়ন দুটি দেখিতে চায়
কোথা আছে জগতের মাঝে
লভিয়া যারে জুড়াইবে প্রাণ।
কত দুঃখ কত ব্যাথা
কণ্টকিত জীবন যেথা ,
কোথা আছে সেই অমৃত
যারে খোঁজে হৃদয় আপ্রাণ।
তুমি কি সেই শাশ্বত প্রিয়
এই জগতের জীবন অমিয়
সুখের সকল জ্যোৎস্না সুধা
তুমি কি করো জগতেরে দান।
আমি তোমারি সদা সুখময়
তোমারেই চায় আমার হৃদয়
কুসুমের মত অঞ্জলি ভরিয়া
তোমারেই চায় দিতে প্রাণ।
১৯৮

মন্তব্য করতে ক্লিক করুন