Amarendra sen

কবিতা - স্মৃতি তুমি শুধু বেদনা তুমি শুধু ছায়া

Amarendra sen

জীবনের সুখের সেই দিনগুলি
হাসিতে চায় আজও প্রাণখুলি,
ফিরে ফিরে দিয়ে যায় দোলা
হৃদয় কভু হয় বড় উতলা;
আজো আছে সেই তেমনি আকাশ
তেমনি ধরণনির আলো তেমনি বাতাস,
তবু সেই সময় আর কখনো আসবেনা ফিরে
যতই কাঁদুক হৃদয় ঝরুকনা জল আঁখিনীড়ে।
যে সময় যে দিন আজ গেলো বয়ে
আসবে না ফিরে আর নতুন হয়ে,
স্বপনের মতো মিশে যাবে অজান্তে
পুরানো ধূসর হয়ে যায় জীবনপ্রান্তে;
স্মৃতির বাদল হয়ে বেদনার জল
আখির পাতায় শুধু বহিবে অবিরল ।
জীবনের সেই হাসি সেই গান-
আনন্দ মুখরিত সেই উচ্ছল প্রাণ
নিশব্দে হারিয়ে যায় চিরতরে
বয়ে চলা সময়ের সাথে নিঃস্বরে ;
প্রতি ক্ষনে সময় এসে চলে যায়
মনে মনে চুপিসারে বলে যায়;
পুরাতন তুমি হওনা যতই মোহন
হৃদয় মনেরে যতই করুক দোহন ,
যতই কাতর হোকনা অবুঝ হৃদয়
রবে না তুমি আর সুখের ধরায়।
হারানো তুমি স্মৃতি হয়ে গেছো
তোমারে খোঁজা অলীকের মায়া,
আজ তুমি শুধু বুকভরা বেদনা
আজ তুমি শুন্য শুধু এক ছায়া।

৬৮
মন্তব্য করতে ক্লিক করুন