জীবন রশি
শংকর ব্রহ্ম
জীবন রথের রশিতে দিলে টান
কেউ হয়তো জান খোয়াবে
কেউ হারাবে মান
কেউবা আবার পাপ করে তার
পুণ্যজলে সারবে নিজের স্নান
জীবন রথের রশিতে দিলে টান।
কেউবা আবার কান খুঁজতে
ছুটবে কাকের পিছে
বুঝবে শেষে ফিরে এসে
জীবন-যাপন সবটা গেছে মিছে।

মন্তব্য করতে ক্লিক করুন