Amarendra sen

কবিতা - আধার রাতে আলোর প্রদীপ

Amarendra sen

নাইবা রইলো চাঁদের আলো
আধার হলেও তবুও ভালো ;
আজ আসবে ফিরে প্রিয় ঘরে
হৃদয় ভাসে তাই সুখ সাগরে।
তারই ভাবনায় নেচে ওঠে মন
কতনা মধুর লাগে এ ভুবন
জগৎ সেজেছে আলোর মালায়
সুখের হরষ শুধু ভেসে যায়।
হৃদয় আকাশে যে মোদের প্রিয়
সেইতো জীবনের আসল চাঁদ ,
আলোর প্রদীপে বরিব তারে
মুছে যাবে যত আছে সব অবসাদ।

পরে পড়বো
২৫
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন
মন্তব্য করতে ক্লিক করুন