Amarendra sen

কবিতা - কামনা বাসনা দিয়েই মোক্ষ মনোস্কাম

লেখক: Amarendra sen

যেই কামনা বাসনা কুভাব দিয়ে
আমাদের নিয়ে যায় নরকে
সেই বাসনাই যেতে পারে নিয়ে
সুবর্ধনে সুন্দর স্বর্গের সড়কে।
লোভ নয়কো নষ্টের মূল যদি হয়
প্রগতিশীল যা কিছু শুধু গড়তে,
হিংসা তখন দিব্য তেজে বদলে যায়
যবে লাগে ন্যায় প্রতিষ্ঠা করতে ;
কাম নয়কো কুৎসিত কদর্য পাপ
বিহিত পথে লাগে প্রজন্ম গড়তে
ধন্য সমাজে সুসুন্তানের মাবাপ্ ,
নয়তো নোংরা গলিতে যায় মরতে।
ভয়ে কুঁকড়ে যাই আমরা সবাই
বিপদে কি পালিয়ে কখন যায় বাঁচা ,
বুকে বল নিয়ে তারাও তুড়ি দিয়ে
বিপদে ভীত হওয়া নাপারকের হাঁচা।
যদি পারি দিতে ঘুরিয়ে কুএর অভিমুখ
সুবর্ধনের দিকে কাম ক্রধ লোভের টান
সুউন্নতিতে সফল জীবনে মিলবে সুখ
কাম ক্রধ দিয়েই মেলে মোক্ষ মনোস্কাম ।

১১৬
মন্তব্য করতে ক্লিক করুন