সাদাত হোসাইন

কবিতা - যেও না এই মেঘের দুপুর রেখে

সাদাত হোসাইন

যেও না এই মেঘের দুপুর রেখে
যেও না এই বাদল একা ফেলে,
একটা ভেজা ভীষণ একা পাখি
বুকের সকল দুঃখ গুলো মেলে।

যেও না এই জলের সাড়া রেখে
কোথায় যাবে এমন মেঘের দিনে?
বুকের ভেতর আঙুল ছুঁয়ে দেখ
মনের দামে কী রেখেছি কিনে!

পাতার দলে ঘাসের জমিন জুড়ে,
কী জমেছে শিশির যেমন জমে!
মেঘের ভেতর জলের কণার মতন
কি জমেছে নিত্য অবাক শ্রমে!

যেও না এই মেঘের মায়া রেখে
এই পাখিটা একলা একা থাকে,
চুপটি করে বুকের জলের রঙে
কার ছবিটা প্রার্থনাতে আঁকে।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন