জাগে প্রেম
শংকর ব্রহ্ম
কবিতা কবিতা করে কেটে যায়
দিন মাস বছর বছর,
শব্দের পিছনে ছুটি ছন্দময়
তবু তাতে কাটে না যে ঘোর।
চোখের সামনে ঘোরে
কত পরী সুন্দরী,
দেখি না তাদের
সেই দিকে দিই না নজর।
চুল পাকে দাঁড়ি পাকে
বুদ্ধি তবু পাকে না যে তোর,
চারিদিকে ধান্দা এত,
কিছু কর
শুধু তোর
কাটে না যে কবিতার ঘোর।
সামনে জীবন দেখ
বয়ে যায় নদীর মতোন,
ধূসর মন্থর বেলা নেমে আসে
ছন্দ মোহে জীবনে যে তোর
বুকে প্রেম জাগে কি তখন?

মন্তব্য করতে ক্লিক করুন