শাহ্ আলম আল মুজাহিদ

কবিতা - চরিত্রশক্তি — শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

জগৎ জুড়িয়া এক শক্তি আছে,
সে শক্তির নাম — চরিত্রশক্তি।
এক পৃথিবীর প্রাণের খেলায়,
চরিত্র মোদের শান্তির প্রতীক।

সংসারেতে যতই করো
বিত্ত-সুখের আশ,
পাবে না কো সুখের ছোঁয়া,
হইলে স্বার্থপিশাচ।

হিংসা, বিভেদ, মারামারি —
এ সবে কে কবে সুখী হয়েছে, বলো?
পরিপূর্ণ জীবনের সন্ধানে,
জ্ঞান-আহরণে সত্যের পথে চলো।

ভালো মনস্বীদের জীবন-আদর্শে
নিজের আদর্শটুকু গড়ো;
বাতিলের ভয়ে ভীত না হয়ে
অমোঘ অশ্র ধরো।

নিজের জীবনকে বলিদান করো
সত্যের পথে —
দিবালোক আনো অসার প্রাঙ্গণে;
মনের বলটুকু রেখো,
ক্লান্ত হয়ো না সমরাঙ্গণে।

চরিত্রগুণে সম্মান আসে,
প্রশংসায় হয় পঞ্চমুখ;
কে বলে মনুষ্যত্ব নেই জগতে?
সে বড়ই অধম —
ব্যর্থতায় পর্যবসিত পাবক!

চরিত্র এক শক্তি —
ধর্ম, কর্ম — সবখানে
সাফল্যের চাবিকাঠি।

পরে পড়বো
২২
মন্তব্য করতে ক্লিক করুন