শংকর ব্রহ্ম

কবিতা - কান্না হাসি

শংকর ব্রহ্ম

কান্না হাসি
শংকর ব্রহ্ম

কান্নার বিকল্প হয় কোন?
আমাদের এই দুর্বিসহ কষ্টের জীবনে
বনে বনে গান গায় পাখি
তা কি কোন শোকগীতি নয়?
কান পেতে অনুভব কর।

হাসির বিকল্প নেই কোন
আমাদের দুঃসহ জীবনে
শঙ্কায় কাটে দিন
তবু ক্ষীণ আলো চোখে পড়ে যদি
হৃদয় উচ্ছাসে নেচে ওঠে যেন
হেসে ওঠে নদীর মতোন
কান পেতে বুকে সেটা শোন।

হাসির বিকল্প হয় কোন?
কান্নারও বিকল্প নেই জেনো।

পরে পড়বো
২৮
মন্তব্য করতে ক্লিক করুন