ঘাসের ডগায় শিশির জমে,
তবুও জোঁকের পিপাসা কমে?
রক্তের গন্ধ পেলে ওরা—
ছুটে আসে হায়, গোপন ভরা।
শরীর নয়, চুষে মন,
স্বপ্ন-আশা, জীবন-ধন।
নিরীহ মুখে হাসি আঁকে,
ভিতরে বিষ, মুখে মাকে!
চাকরির নামে ঘুষের হাঁড়ি,
চিকিৎসায়ও বাণিজ্য চাড়ি।
শিক্ষায় বাণিজ্য, ন্যায়ে ফাঁকি,
সত্যের কণ্ঠ চেপে রাখি।
জনগণ গরিব, রাজা মোটা,
গরিবের ঘামেই প্রাসাদ গড়া।
চাটুকার সাথি, চোরের দল,
মিথ্যার পতাকা ওদের বল।
অসহায় জনতা চেয়ে রয়,
কবে এই জোঁকেরা যাবে সই?
জেগে ওঠো—হবে না আর,
রক্ত চুষে বাঁচা ভার।
প্রতিবাদের আগুন জ্বালো,
মিথ্যার গায়ে ছ্যাঁকা দাও।
সত্যের সাথে হাত মিলাও,
জোঁক রুখে বিপ্লব গড়াও!

মন্তব্য করতে ক্লিক করুন