অন্ধ
শংকর ব্রহ্ম
মনে মনে যাকে খুশি
ভালবাসতে পার
তাতে কেউ দোষ ধরে না কারও
মুখে সেটা বললেই অপরাধী হবে
কী আশ্চর্য নিয়ম এই ভবে,
মনে মনে যাকে তাকে খুন করতে পার
মনে শুধু ভাবলেই শাস্তি হয় নাতো কারও
তাতে মনোরোগী বেড়ে যায় আরও
আবারএই মন নিয়েই
যত সব গোলমাল,
কে যে কা’কে কোন মন নিয়ে
কোন চোখে দেখে?
অন্ধরা সবচেয়ে বেশী দেখে আজকাল।
আর আমরা চোখ থাকতেও
অন্ধ হয়ে থাকি চিরকাল।

মন্তব্য করতে ক্লিক করুন