পাশাপাশি বসে আছে
সুখ আর দুঃখ,
দু’জনের মাঝখানে
ফাঁক ভারী সূক্ষ্ম।
পাতা ঝরা শেষ হলে
উঁকি দেয় কিশলয়,
একই ফুলে
মধু আর কাঁটার সমন্বয়।
একই মাসে পূর্ণিমা
আর অমাবস্যা
একদিকে সমাধান,
আর-একে সমস্যা।
যে নদীটি পলি দেয়
সেই আনে বন্যা,
যে চোখ হাসিতে নাচে,
সে চোখেই কান্না।
কেউ দেয় শুভেচ্ছা,
কেউ অভিসম্পাত
কেউ বুকে ছুরি মারে,
কেউ হাতে রাখে হাত।
যদিও এসেছে আজ
দারুণ দুঃসময়,
এও একদিন জেনো
কেটে যাবে নিশ্চয়।
যে মানুষ ভেসে যায়
যুদ্ধে বা দাঙ্গায়
সেই তো কবিতা লেখে,
ছবি আঁকে, গান গায়।
পিছনে হারিয়ে যাক
হিংসার লজ্জা,
বুকে আজ খুলে যাক
হৃদয়ের দরজা।
ধ্বংসস্তূপের তলে
পড়ে আছে দেশটা,
সেখানেই শুরু হোক
এগনোর চেষ্টা।
পরাজিত হতে পারি,
তবু পলাতক নই
হতাশাকে ঝেড়ে ফেলে
গড়ে নেব স্বপ্নই।
আকাশে ঘনায় মেঘ,
আকাশেই রোদ্দুর
সামনে তাকিয়ে দ্যাখো
চোখ যায় যদ্দুর-
কোনওখানে আছে ঠিক
নতুন দিগন্ত।
মুমূর্ষু দিনকাল
হবেই জীবন্ত।
ভাঙতে তো একপল,
গড়তে সময় চাই
সেই আশা বুকে নিয়ে
লড়ে যাই সব্বাই।

মন্তব্য করতে ক্লিক করুন