চাইলে কি আর চুপটি পারি চান্দে যেতে উড়ে!
সাজলে ঘুড়ি দাও কে তুমি লাটাই ধরে টান?
দিন রজনী রয় যে আশা শ্যামল আঁচল জুড়ে!
চাইলে কি আর চুপটি পারি চান্দে যেতে উড়ে!
খুব ভাবি আজ হৃদয় দোলো কোন বাঁশরির সুরে!
দেয় কে এনে মাটির দোরে শুভ্র সে’ আনচান?
চাইলে কি আর চুপটি পারি চান্দে যেতে উড়ে!
সাজলে ঘুড়ি দাও কে তুমি লাটাই ধরে টান?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন