বিরল মোহে দিন ফুরালো
তুষের ফেরে বেচতে চিড়ে –
সময় কোথায় ভাসবে আঁখি নীরে!
হাড়ির উপর রসের হাড়ি
আশায় রেখে সারি সারি
মারছে তাতে লাঠির বাড়ি
চিত্ত কানা পিছন ফিরে –
সময় কোথায় ভাসবে আঁখি নীরে!
সাজছে ভূমে গহর চাষা
রোপে তাতে ভালোবাসা
আলেই বসে গড়ছে পাশা
আপন পিঠের চামড়া ছিঁড়ে –
সময় কোথায় ভাসবে আঁখি নীরে!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন