আহমদ ছফা

কবিতা - একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা – ৫

আহমদ ছফা

প্রভাত বেলায় তরুর মেলায়
পাতায় পাতায় আলোর নাচন
উদাস দুপুরে জলের নৃপুরে
শুনেছি কেমন মধুর মাতন।

একেলা বিজনে শাখার গহনে
বিরহী বিহগ তুলেছে কূজন
দেখেছি গোধূলি সিঁদুর সোনালী
অবাক নয়নে আমরা দু’জন।

তরল তিমিরে রাতের নিবিড়
তারায় তারায় বেজেছে ঘুঙুর
নিথর গামিনী নিঝুম যামিনী
বাঁশীতে ফুকারে তুলেছে কি সুর।

ফাগুনে এমন ধরেছে বরণ
দোদুল শাখায় দুলেছে হরিৎ
কঠিন শিকড়ে ছুটেছে কি করে
তরল ধারার সরল শোণিত।

২৮৪
মন্তব্য করতে ক্লিক করুন