একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা – ১৩

আহমদ ছফা আহমদ ছফা

রঙ মেহেদীর দাগ মোছেনি
কারবালাতে কাশেম খুন
সখিনার সে মর্মবেদন
ঢেউ দিয়েছে চতুর্গুণ।

বীর হানিফার আশ্বরাজের
ঠক ঠকা ঠক খুরের ধ্বনি
জোছনা রাতে চমকে বেড়ায়
কালো মেঘের লাল অশণি।

গহন দুখে কাতর নিমাই
অঙ্গে বসন সন্ন্যাসীর
গেরুয়াতে শরীর ঢাকেন
নগ্ন চরণ নগ্ন শির।

ছবির মতো পাড় দুখানি
গহন কালো নদীর নীর
চরণতলে সোনার জুতো
জলের ওপর গাজী পীর।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন