একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা – ৯
আহমদ ছফা
শরতে হাসিটি ভরেছে বাঁশীটি
তরুরা পরেছে নতুন কামিজ
মাঠের শিথানে কাশের বিতানে
দেখেছি সফেদ ফুলের শেমিজ।
ঢলন্ত আভাতে হেমন্ত প্রাতে
কনক বরণ মাঠের তনিমা
ব্যাকুল নয়নে যেমন স্বপনে
দেখেছি তোমার বিরাট মহিমা ।
ধানের সাগরে সোনালী জোয়ারে
ভেসেছে যখন গাঁয়ের কিষাণ
ঝুড়িটি নাড়িয়ে মাথাটি বাড়িয়ে
গেয়েছো মধুরে গভীর কি গান।
শীতের পরশে প্রবীণ বরষে
শরীর ঢেকেছো কুয়াশা চাদরে
অধিক বয়েসী প্রবীণ তপসী
জপের মালাটি ধরেছো আদরে ।
দেখেছি অনেক কখনো ক্ষণেক
কখনো ভরিয়ে সারাটি নয়ন
আবেশে মেতেছি হাদয়ে গেঁথেছি
মরমে মরমে করেছি চয়ন।
ভাবনা দুলেছে জোয়ার ফুলেছে
স্মৃতিরে কাঁদায় লিলুয়া বাতাস
কালেরি ধারায় সকলি হারায়
পারিনে হারাতে তোমার আকাশ।
তরুরা পরেছে নতুন কামিজ
মাঠের শিথানে কাশের বিতানে
দেখেছি সফেদ ফুলের শেমিজ।
ঢলন্ত আভাতে হেমন্ত প্রাতে
কনক বরণ মাঠের তনিমা
ব্যাকুল নয়নে যেমন স্বপনে
দেখেছি তোমার বিরাট মহিমা ।
ধানের সাগরে সোনালী জোয়ারে
ভেসেছে যখন গাঁয়ের কিষাণ
ঝুড়িটি নাড়িয়ে মাথাটি বাড়িয়ে
গেয়েছো মধুরে গভীর কি গান।
শীতের পরশে প্রবীণ বরষে
শরীর ঢেকেছো কুয়াশা চাদরে
অধিক বয়েসী প্রবীণ তপসী
জপের মালাটি ধরেছো আদরে ।
দেখেছি অনেক কখনো ক্ষণেক
কখনো ভরিয়ে সারাটি নয়ন
আবেশে মেতেছি হাদয়ে গেঁথেছি
মরমে মরমে করেছি চয়ন।
ভাবনা দুলেছে জোয়ার ফুলেছে
স্মৃতিরে কাঁদায় লিলুয়া বাতাস
কালেরি ধারায় সকলি হারায়
পারিনে হারাতে তোমার আকাশ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন