একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা – ৭

আহমদ ছফা আহমদ ছফা

কিষাণ কুটিরে হাতের মুঠিরে
পাকিয়ে শিশুরা তুলেছে কাঁদন
আঁধার পাথারে নীরব সাঁতারে
বাণীরা খুঁজেছে ভাষার বাঁধন।

আপন কুলায়ে পাখাটি বুলায়ে
বায়স করেছে নিশিরে জরীপ
রাতের কপাটে দিনের ললাটে
আকাশে ফুটেছে তারার প্রদীপ।

বোশেখে ধরণী ভীষণ বরণী
তাতানো বাতাসে ছুটেছে ফুল্কি
আকাশ ভূতলে অগ্নি উথলে
খরার ছুরিতে ফুটেছে উল্কি।

মেঘের ডমরু বাজে গুরু গুরু
ঝিলিকে ঝলেছে বাঁকানো বিজুলী
যমের সাঙাৎ আকাশ ডাকাত
অগ্রিলোচনে তাকানো ত্রিশূলী।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন