বোরহানুল ইসলাম লিটন

কবিতা - ব্যাঙাচি যায় কাকের শ্বশুর বাড়ি (গীতিকাব্য)

লেখক: বোরহানুল ইসলাম লিটন

হাতির পিঠে চিতার নাতি
হাতে রসের হাড়ি –
ব্যাঙাচি যায় কাকের শ্বশুর বাড়ি!

পিঁপড়া টানে মাছের ডালা
মুখে ঝিঁঝিঁর বোল,
সামনে নাচে ময়না টিয়া
গলে মোষের ঢোল।
কানাবগি সানাই নিয়ে
বাঁধছে পিছে সারি –
ব্যাঙাচি যায় কাকের শ্বশুর বাড়ি!

ইঁদুর টানে গরুর গাড়ি
লাগাম হনুর হাতে,
সিংহ মামা কাঁসর বাজায়
মিচকে হুলোর সাথে।
ডাইনে বামে বাঁদর চামে
চলছে রচে ঝাড়ি –
ব্যাঙাচি যায় কাকের শ্বশুর বাড়ি!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন