জীবন্ত চোখের কবিতা
অভিজিৎ হালদার
যখন সবাই চিরঘুমে আচ্ছন্ন
আমি তখন জেগে থাকি কবিতার পাতায়
আমার জ্বলিতমান চোখ
খুঁজে যায় কবিতার ভাষা।
রাত যখন গভীর থেকে গহীন হয়
ঠিক তখনই কবিতার পাতা চোখ মেলে
-আমার জ্বলিতমান চোখের সামনে-
আর আমাকে নিয়ে যায় কবিতার দেশে।
আকাশের নীল মেঘেরা চুপিসারে
আমার নীল ডায়েরির জীবন্ত পালকের
মুখে মুখে প্রবেশ করে নিশিরাতে
আর লিখে দেয়:-
হিমালয় হতে এভারেস্ট জয়ের কাহিনী।
কোনো এক অচেনা দেশে
আমার লেখা 'জীবন্ত চোখের কবিতা'
প্রবেশ করে ঝড়ো বাতাসে;
কোনো এক যাযাবর মরুভূমির বুকে
পথ হারিয়ে চলে যায় বহু দূরে
ঠিক সেই মুহূর্তে আমার লেখা কবিতা
তাহাকে পথ দেখিয়ে নিয়ে আসে জীবনে।
যখনই সবাই বিপদে পড়িবে
চোখ বুজিয়া স্বয়ন করিবে
আমার লেখা কবিতার লাইন'গুলো
আর জীবন পেয়ে যাবে কবিতার দেশে।।
২৫/০৫/২১
আমি তখন জেগে থাকি কবিতার পাতায়
আমার জ্বলিতমান চোখ
খুঁজে যায় কবিতার ভাষা।
রাত যখন গভীর থেকে গহীন হয়
ঠিক তখনই কবিতার পাতা চোখ মেলে
-আমার জ্বলিতমান চোখের সামনে-
আর আমাকে নিয়ে যায় কবিতার দেশে।
আকাশের নীল মেঘেরা চুপিসারে
আমার নীল ডায়েরির জীবন্ত পালকের
মুখে মুখে প্রবেশ করে নিশিরাতে
আর লিখে দেয়:-
হিমালয় হতে এভারেস্ট জয়ের কাহিনী।
কোনো এক অচেনা দেশে
আমার লেখা 'জীবন্ত চোখের কবিতা'
প্রবেশ করে ঝড়ো বাতাসে;
কোনো এক যাযাবর মরুভূমির বুকে
পথ হারিয়ে চলে যায় বহু দূরে
ঠিক সেই মুহূর্তে আমার লেখা কবিতা
তাহাকে পথ দেখিয়ে নিয়ে আসে জীবনে।
যখনই সবাই বিপদে পড়িবে
চোখ বুজিয়া স্বয়ন করিবে
আমার লেখা কবিতার লাইন'গুলো
আর জীবন পেয়ে যাবে কবিতার দেশে।।
২৫/০৫/২১
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন