শঙ্খ ঘোষ

কবিতা - দেহ

লেখক: শঙ্খ ঘোষ

আসছিলুম সনাতনীর মাঠ পেরিয়ে।
বুকেও অল্প চাপ ছিল, সলতে জ্বলার তাপ ছিল,
মুখোমুখি হতেও পারে গ্রহের ফেরে।
পাশে পাশে সতর্জন
‘দেহ কোথায়’ ‘দেহ কোথায় বলতে বলতে তাড়া করল
নাগরজন!
এখন ওসব শুনতে পাই না, পকেটে এক ঝাপসা আয়না,
ভাঙা চিরুনি, চাদরমুড়ি, নৌকোচটি–
আসছিলুম, আসছিলুম তোমার প্রতি।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন