মহ:মহসিন হাবিব

কবিতা - জন্মদিন

লেখক: মহ:মহসিন হাবিব

জন্মদিন
মহ:মহসিন হাবিব

মোবাইলের স্ক্রিনে চোখ রাখতেই
সমাজ মাধ্যমে চলমান হাওয়ায়
কাছের দূরের জ্যামিতিক বন্ধুদের,
মন-অমনের ইচ্ছা প্রকাশ।

মাপনী চোঙে দেখে নিই ঘনঘন
কতটা দুধ কতটা জল!
মাপতে মাপতে কেটে যায় সকাল থেকে সন্ধ্যা।

জীবকুলের ধর্ম বজায় রাখতে,
এঁকে দিই বুড়োআঙ্গুল,স্মাইলি বা ভালোবাসার চিহ্ন!

আঁধারে আলোর রোশনায় ছড়ানো
রঙিন মোমবাতি জ্বালিয়ে
প্রেমিকের আনা উপহার হয়ে যায়

সারপ্রাইজ!

সাথে দামি কোম্পানির আকর্ষণীয় প্যাকেট

ইস!কি ফেবারিট…

এত আলো,এত উচ্ছ্বাসের সুনামিতে
ও মনে পড়ে,
মায়ের বানানো বাসমতি চাল
আর কালো গরুর দুধের বানানো পায়েশ

এই জীবন সায়াহ্নে অনন্য।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৪০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন