আমাকে ছাড়িয়ে চালে যাও, ছাপিয়ে যাও
আমার অজানা অভিসারে
আমি হীন, কী দিয়ে আটকাবো তোমায়
আমার শেষ সম্বল পানসে প্রেম
একমুঠো শীতল পাটি তোমার নোলকের চেয়ে মূল্যহীন।
কী দিয়ে মন ভোলাবো বলো
অত যোগ্যতা কী আছে যে আগ বাড়িয়ে বলবো-
“সুরঞ্জনা যেয়ো না ওইখানে
বলো না কথা ঐ যুবকের সাথে”।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২১৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন