দর্পণ কবীর

কবিতা - তুমি হতে আমার

লেখক: দর্পণ কবীর

আমার দুঃখগুলো যদি তুষারপাতের মতো ঝরে
পড়তো তোমার নির্জন বাড়ির আঙিনায়, কিংবা
পেঁজা তুলোর মতো উড়ে যেত বিষন্ন দিগন্তে! তুমিও
নিজেকে খুঁজে পেতে অশ্রুপাতের গোপন
অহংকারে,আমার দীর্ঘশ্বাস হতো না রঙধনু।

আমার স্বপ্নগুলো যদি নক্ষত্র হতো, দেখে
নিতে পারতে, না বলা কথার স্বরলিপি। ভেতরের
রক্তক্ষরণ চেপে কীভাবে বেঁচে আছি, বুঝতে।
জানতে, অমলিন হাসির উপাখ্যান। যদি আমার
চোখের নদীও দেখতে, মথিত আবেগ হতো না
গড়ানো পাথরের আহাজারি, বিষন্ন হতো না কোন বিকেল!

যদি দেখার মতো করে আমাকে দেখতে, জীবন বৃত্তে
জীবন হতো না মমি, তুমি হতে আমার সব সীমারেখা ভেঙে!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন