ভাস্কর চক্রবর্তী

কবিতা - আঠাশে মে, আমার জীবনের

ভাস্কর চক্রবর্তী

আঠাশে মে, আমার জীবনের সুন্দরতম
দিন হও তুমি
এই সাতাশে মে-র সন্ধেবেলা আমি
অন্ধকারে বসে লিখতে চাইছি
তুমি কুয়োর বালতির মতো নাচতে নাচতে
নীচে নামো, আর আমার জন্যে নিয়ে এসো
মসৃণ পবিত্রতম জল
নিয়ে এসো অভিমান পুরস্কার আর পতাকা

৫৬০
মন্তব্য করতে ক্লিক করুন