যদি আমরা সবাই বেঁচে থাকতাম তাহলে কী হত?
তাহলে কি এত দুঃখের কবিতা লেখা হত
বিরহের গান গাওয়া হত?
যেদিন পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি হল
সেদিন থেকে আজ অব্দি যদি সবাই বেঁচে থাকত
তাহলে কী হত?
তাহলে কি প্রিয়জনকে হারাবার কোনো দুঃখ-কষ্ট বুঝতে পারতাম?
তাহলে এত মানুষ বেঁচে থাকার জন্য কি সারা পৃথিবী লোকে লোকারণ্য হয়ে যেত?
এই প্রশ্নগুলির উত্তর বিধাতা ছাড়া আর কেউ দিতে পারবে না
কারণ প্রাণ দেয়া-নেয়া তো তাঁরই কাজ।
তাই উত্তর দাও বিধাতা।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
মন্তব্য করতে এখানে ক্লিক করুন