রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - আঁখি পানে যবে আঁখি তুলি

লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর

আঁখি পানে যবে আঁখি তুলি
দুখ জ্বালা সব যাই ভুলি।
অধরে অধরে পরশিয়া
প্রাণমন উঠে হরষিয়া।
মাথা রাখি যবে ওই বুকে
ডুবে যাই আমি মহা সুখে।
যবে বল তুমি, “ভালবাসি’,
শুনে শুধু আঁখিজলে ভাসি।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৯৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন