Amarendra sen

কবিতা - দুঃখ নহে বিষফল

লেখক: Amarendra sen

হে দুঃখ নহ তুমি বিধাতার অভিশাপ
মানবের পরে
নহ তুমি বিষফল নিঃসৃত মহাপাপ
হৃদয় অন্তরে।
দুঃখ তুমি যেন মানবের অন্তরাকাশে
শুভ দুন্দুভিধ্বনি
নব উদ্যম উন্নতি কালবৈশাখীর
কোমল আগমনী।
মস্তিষ্কে আবেগের আঘাত প্রতিটি ধমনী শিরায়
এগোবার দুর্নিবার টান
উন্নতি রহস্য বাঁচা বাড়ার হেতু জানার
অমোঘ আধান।
জরা ব্যাধি বেদনা আর মৃত্যুর পরপাড়
খুঁজিতে পরমার্থ
গৌতম রাজ বৈভব হেলায় ত্যাজিয়া কঠোর তপস্যায়
হয়েছিলেন সিদ্ধার্থ ।
কুরুক্ষেত্রে বধে উদ্দত স্বজনকুল অর্জুন হইয়া শোকব্যাকুল
করিয়াছিল কৃষ্ণের চরণে ধ্যান
শিষ্যরে করিতে সমর্থ পুরুষোত্তম হইয়া যোগবিষ্ট অব্যয় অব্যর্থ
দিয়েছিলো গীতার জ্ঞান।
যদি না থাকিত দুঃখ শোক ব্যাথা বেদনা
না হতো ব্যথিত হৃদয়
কেমনে জানিতাম এই বিশ্ব জগতে
সুখ কারে কয় ;
কেমনে ব্যাথায় আহত হিয়ায় তুরীয় আবেগে তুর্য উড়ায়ে
অবহেলে রণ করিত জয়।
যেমন না থাকিলে আধার কেমনে জানিতাম ধরাপার
কারে বলে আলো
যেমন বুঝিতে পারিনা সবে মায়াময় এই ভবে
মন্দ ছাড়া ভালো।

৩০৯
মন্তব্য করতে ক্লিক করুন