যেদিন আমি কেঁদেছিলাম তোমার হৃদয়ের সীমান্তের ওপারে,
সেদিন তুমি দাঁড়িয়ে থেকে শুধু তামাসা’টাই দেখেছিলে।
তোমার উপলব্ধি হয়েছে শুধু আমার অসহায়ত্বের দুর্বলতা’কে,
মূল্যহীনের মত চোখের জলে ধিক্কার দিয়েছিলাম আমার অযোগ্যতা’কে।
তোমার লালস্যতা আমাকে কখনো বানিয়েছে চোরাকারবারি কখনো দালাল
কখনো’বা তোমার স্বপ্ন বাহুল্য মনের বিরক্তের দুঃস্বপ্ন।
আমার সাদামাটা চাওয়া গুলো ছিল তোমার কাছে,
তোমার পা’য়ের অপ্রয়োজনীয় ধুলোর মত।
রিক্ততা আমাকে হারাতে দেয়নি বরং শিখিয়েছে অনেক
শিখিয়েছে, যে সীমান্তের কাঁটাতার ছুঁতে পারেনি আমার অশ্রু,
সেখানে বানাবো আমার স্বপ্নময় ভালোবাসার কুঠির
সেখানে-ই হবে তামাসার শেষ থেকে শুরু।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন