শামসুর রাহমান

কবিতা - আজব গান

লেখক: শামসুর রাহমান
ধরণ: ছড়া

আজব কথার আজব সুরের গান চলেছে বেতারে।
তফাত বোঝা দায় হ’ল রে তবলা এবং সেতারে।
গানের খোঁচায় প্রাণ গেলবে, কোন দেশী এই কেতারে?
বলল হেঁকে ধোপার গাধা গান গাবে সে-ও বেতারে।

১১৮
মন্তব্য করতে ক্লিক করুন