আজকে আমি বলব শুধু
যুদ্ধজয়ের কথা,
যার সুবাদে পেয়ে গেছি
সাধের স্বাধীনতা।
জাদুবলে নয়কো মোটে,
নয়কো সহজ পথে,
স্বাধীনতা এল জানি
রক্তমাখা রথে।
স্বাধীনতার শক্র যারা,
তাদের পায়াভারি।
এসো, সবাই মিলে ওদের
তাড়াই তাড়াতাড়ি।
নইলে বাগান উজাড় হবে
ফুটবে না তো ফুল।
এক নিমেষে বিরান হবে
ক্ষীরনদীর কূল।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন