কবিতা - বাঁচবি কেমন করে! সুদীপ তন্তুবায় নীল সাম্য-জীবনমুখী কবিতা সেপ্টিপিনটা হারিয়ে যেতেই কান্না এতো ঝরে, মনের মানুষ হারিয়ে গেলে বাঁচবি কেমন করে! বেঁচে থাকা নয় রে সোজা আবেগ স্রোতে ভেসে, আজ বেঁচে থেকেও কত্তো মানুষ লাশ হয়ে যায় শেষে! ♥ ০ পরে পড়বো ২০৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন