মোঃ রাশেদুল ইসলাম (অরণ্য)

কবিতা - অগত্যা প্রস্থান

লেখক: মোঃ রাশেদুল ইসলাম (অরণ্য)

কিছু পুরোনো স্মৃতির পাতা,
হয়ে যায় ক্ষয়।

প্রেম ধীরে ধীরে মুছে যায়,
নক্ষত্রও একদিন বিলীন হয়।

হাজারো তাঁরার মাঝে,
চাঁদো একদিন শূণ্য হয়।

এই যান্ত্রিক শহরের ইটের পাহাড়
আমায় নির্জীব করে দেয়।

তক্ষক ধোকা দেয় দ্বি-নিশুতিতে,
প্রস্থান ঘটায় ভাবনার ঘোর।
অরণ্য🌸

১৫৭
মন্তব্য করতে ক্লিক করুন