ছুটি নাই

আল সাদকাওয়ান

ছুটি নাই, ছুটি নাই, ছুটি নাই- রবে
কেঁদে উঠেছিল কেউ
পাতালক্রোড়ে যবে-
যন্তর অভিশাপে চাপে,
নষ্ট আবহাওয়ার ভাপে- বসে ভাবি
ক্লান্তিমাখা দূর্দিনে দূরদ্বীপে চিরবসন্তের মাঝে
দখিনা হাওয়ায় দেহ কাঁপে- হঠাৎ চটক
ভাঙে ফটক,
উঠে দেখি, সবই মিছে-
সবাই দ্রুতগামী, আলেয়ার পিছে।
মেঘমেদুর বর্ষা কি ভূতপড়া শীত-
কিছুই নাই সিন্দাবাদ,
ছেলেবেলা বর্বাদ- আছে কেবল,
নির্লজ্জ, নির্মম কাজ;
মিইয়ে যাওয়া খই আর
সঙের মতো সাজ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন