শুভশ্রী রায়

কবিতা - সোহম

লেখক: শুভশ্রী রায়

সোহম সরকার অর্থাৎ শুভ্র তখন ছোট্ট ছিলেন
এক দিন আমাদের বাড়িতে এসে হুকুম দিলেন,
“মাছ লেখ,” আহা! আঁকাকে তিনি বলতেন লেখা
টুকটাক ছবি-লেখা তাঁর আমার কাছেই তো শেখা।
অবশ্য শৈশবে আমার কোলে বসে হয়েছিল শুরু
পরে শেখাতেন ঢের ভালো ভালো নামজাদা গুরু।
খুব মন দিয়ে তিনি খেলতেন, কষতেন অঙ্ক কঠিন
স্পিন বল না করে, ফুটবল না খেলে কাটত না দিন
এখন তিনি অনেক বড়, ভাবেন গুরুতর কত কিছু
সহজ শৈশব তাঁর আজও আসে আমার পিছুপিছু
হয়ে গেছেন তিনি অনেক বড়, গম্ভীর এবং ব্যস্ত
সযতনে আমি লিখে রাখি তাঁর ছোটোবেলা মস্ত!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন