হায়! বৃশ্চিক!
কাজু বাদাম
পৃথিবীর চাকা ঘুরিতে ঘুরিতে টানেলের পথে ধাবিত
অতৃপ্ত মস্তিস্কে তবুও প্রাণ সঞ্চারের আকাঙ্খা প্রবাহিত।
আকাঙ্খার শিরদাঁড়াটা যেমন অথর্ব, তেমনই ভ্রষ্ট
একটা নিম্নমূখী বাতাস প্রথমে শিরদাঁড়া; অতঃপর মস্তিস্কে রহিয়াছে আড়ষ্ট।
হা...হা...হা...
হঠাৎই এক বৃশ্চিক গড়িয়াছে মস্তক, গাড়িয়াছে কেশাগ্রে।
দিন থেকে দিন, মেরু থেকে মেরু, কক্ষ থেকে কক্ষ,
মস্তক ক্ষচিত কেশ লিখিয়াছে সভ্যতা, তবু হায়-
কলব এর ঘরে কেবলই শূন্যতা, কেবলই মস্তকশূন্য এক হাহাকার।
হায় বৃশ্চিক!
১৩ আশ্বিন, ১৪২৩
নটকনের আখড়া।
অতৃপ্ত মস্তিস্কে তবুও প্রাণ সঞ্চারের আকাঙ্খা প্রবাহিত।
আকাঙ্খার শিরদাঁড়াটা যেমন অথর্ব, তেমনই ভ্রষ্ট
একটা নিম্নমূখী বাতাস প্রথমে শিরদাঁড়া; অতঃপর মস্তিস্কে রহিয়াছে আড়ষ্ট।
হা...হা...হা...
হঠাৎই এক বৃশ্চিক গড়িয়াছে মস্তক, গাড়িয়াছে কেশাগ্রে।
দিন থেকে দিন, মেরু থেকে মেরু, কক্ষ থেকে কক্ষ,
মস্তক ক্ষচিত কেশ লিখিয়াছে সভ্যতা, তবু হায়-
কলব এর ঘরে কেবলই শূন্যতা, কেবলই মস্তকশূন্য এক হাহাকার।
হায় বৃশ্চিক!
১৩ আশ্বিন, ১৪২৩
নটকনের আখড়া।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন