মানুষ মূলত স্মৃতিসৌধ

জহিরুল ইসলাম জহিরুল ইসলাম

একদিন সব ঠিকঠাক হয়ে যাবে;
মেট্রো রেল,সকল স্থাপনা নির্মাণ হবে নতুন করে।
রক্তের দাগ মুছে যাবে শ্রাবণের বৃষ্টির জলে,
তুমি আমি সব ফিরে যাবো যে যার গন্তব্যে নিরবে নিভৃতে;
শুধু ফিরবে না গত হওয়া মৃত মানুষেরা জীবিত হয়ে!
মৃত্যু তুমি কি নির্মম আর নির্দয়!ফিরতে চাইলেও যায় না ফেরা।

আবু সাঈদ তুমি বেঁচে রবে রক্তাক্ত মানচিত্রের স্মৃতিসৌধ হয়ে;
দিনপঞ্জিকার মাস,দিন,সময় ফিরে আসবে নতুন করে বারবার,
শুধু ফেরা হবে না আর কোনোদিন চলে যাওয়া প্রতিটি তাজা প্রাণের!
আমরা ও ভুলে যাবো যাপিত জীবনের ব্যস্ততার অজুহাতে সব,
আর্তনাদ আর মিছিলের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে করবো জীবনের উৎসব।

মানুষ মূলত স্মৃতিসৌধ হয়ে থেকে যায় সময়ের কাঁটায়,
স্বপ্নের দামামা বাজিয়ে চলতে গিয়ে হঠাৎ থেমে যায় সাইরেন।
থমথমে শহরে বিষন্ন পাখি উড়ে যায় অন্ধকারের গুহায়,
জীবন মেতে থাকে প্রতিনিয়ত বেঁচে থাকার রকমারি জুয়ায়।
মানুষ তুমি আমি মরণশীল স্মরণ রেখো এই ধ্রুব সত্য তথ্য,
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন