মাছের মেলা

আব্দুস সাত্তার সুমন আব্দুস সাত্তার সুমন

চারিদিকে বর্ষা বইছে
পুকুর নদী ভরা,
মিষ্টি জলের উল্লাসেতে
মৎস্য রাজি ওরা।

মলা-ঢেলা রুই কাতলে
মাছের আনাগোনা,
নতুর পানির জলপাতে
টেংরা পুটির পোনা।

পাঁচমিশালীর পুষ্টিগুনে
তেলাপিয়ার ভেলায়,
পাঙ্গাস তারাও বাদ পড়েনি
শিং শৈলের মেলায়।

মাগুর টাকি পাবদা বোয়াল
ইলিশ আসছে শেষে,
খালে বিলে নদীর ধারে
হাজার সমাবেশে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন