Amarendra sen

কবিতা - কেমনে ভুলাব তোমারে গোপনে

লেখক: Amarendra sen

হৃদয় বসন্তের কুসুম বনে
মানস মুকুল ফোটে মধুর ক্ষনে।
হে সখা তোমারে খুঁজিয়া ফিরি একা
জনমের বিরহ লইয়া বহিয়া তনুমনে।
মুকুলিত মাধবীর মধুর সুবাস
যেমন মিশে যায় সন্ধ্যার সমীরণে
আকুল হিয়া তোমারে খুঁজিয়া
মরিতে চাহে মধুর মিলনে।
প্রিয় তব আছে সুধু বিলাসিনী রাই
রূপ গুনে যার কোনো সীমা নাই
আমি অতি দিন রূপ গুন্ হীন
সাধিব কেমনে তোমারে ভুলায়ে গোপনে।

৩২৬
মন্তব্য করতে ক্লিক করুন