বিষাদ ঘোচাতে
শংকর ব্রহ্ম
বিষাদ ঘোচাতে
শংকর ব্রহ্ম
কবিতায় খুঁজি আমি জীবনের মানে
জীবনের মানে খুঁজে পেয়েছে কজনে
কবিতা লেখা যে খুব নিরর্থক কাজ
এই কথা কবি হয়ে বুঝে গেছি আজ
তবুও কবিতা লিখি গভীর আশায়
যদি কেউ পড়ে কিছু আনন্দ পায়
চেনা জানা সুহৃদ স্বজন
আসলে তা পড়ে বা ক'জন
আমরা কবিতা লিখি এই ভেবে
হয়তো তাতে দেশোদ্ধার হবে
আসলে কবিতা লিখে হয় না কিছুই
তবুও তা লিখে যাই অভ্যাসের বশে
কিম্বা হয়তো তা স্বভাবের দোষে
রাম শ্যাম যদু মধু অনেকেই কবিতা লেখে না
তাতে কি পৃথিবী খুব গেছে রসাতলে
যারা সব সারাদিন কাজ কর্ম সেরে
ঘরে ফিরে খায় দায় স্ফূর্তি করে
তারপরে নিঃসাড়ে ঘুমায়
কবিতা তাদের কাছে বিমূঢ় বিস্ময়
কেন যে কবিতা লিখি নিজেই জানি না
তবুও তো লিখে যাই মোহের কুহকে
নাকি নির্বাণের মোহে
অথবা নিজের ভিতরে জমা বিষাদ ঘোচাতে
দিনে কিংবা রাতে
শংকর ব্রহ্ম
কবিতায় খুঁজি আমি জীবনের মানে
জীবনের মানে খুঁজে পেয়েছে কজনে
কবিতা লেখা যে খুব নিরর্থক কাজ
এই কথা কবি হয়ে বুঝে গেছি আজ
তবুও কবিতা লিখি গভীর আশায়
যদি কেউ পড়ে কিছু আনন্দ পায়
চেনা জানা সুহৃদ স্বজন
আসলে তা পড়ে বা ক'জন
আমরা কবিতা লিখি এই ভেবে
হয়তো তাতে দেশোদ্ধার হবে
আসলে কবিতা লিখে হয় না কিছুই
তবুও তা লিখে যাই অভ্যাসের বশে
কিম্বা হয়তো তা স্বভাবের দোষে
রাম শ্যাম যদু মধু অনেকেই কবিতা লেখে না
তাতে কি পৃথিবী খুব গেছে রসাতলে
যারা সব সারাদিন কাজ কর্ম সেরে
ঘরে ফিরে খায় দায় স্ফূর্তি করে
তারপরে নিঃসাড়ে ঘুমায়
কবিতা তাদের কাছে বিমূঢ় বিস্ময়
কেন যে কবিতা লিখি নিজেই জানি না
তবুও তো লিখে যাই মোহের কুহকে
নাকি নির্বাণের মোহে
অথবা নিজের ভিতরে জমা বিষাদ ঘোচাতে
দিনে কিংবা রাতে
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন