শংকর ব্রহ্ম

কবিতা - বইমেলা

লেখক: শংকর ব্রহ্ম

বইমেলা
শংকর ব্রহ্ম

বইমেলায় গেলে আজকাল
কেমন এক
বিষাদের ছোঁয়া লাগে মনে।

পুরনো বন্ধুরা নেই অনেকেই,
যারা আছে
তারা সব না থাকারই মতো
নির্বান্ধব লাগে খুব।
নতুন বন্ধু কিছু জুটে যায় বটে
তবু তার স্বাদ
যেন আলুনিই থাকে।

বইমেলায় যেতে তাই আজকাল
আগ্রহ জাগে না আর
যেমন জাগত মনে আগে।

সবকিছু বদলে গেছে যেন
পাল্টে গেছে
বইমেলার পুরনো আবহ।

নাকি শুধু বদলে গেছি আমি?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৪৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন