সূর্যোদয়
শংকর ব্রহ্ম
গভীর শীতের রাত ঘড়িতে সময় বাধা নেই
মজুররা পোড়াচ্ছে টায়ার
গুমোট ধূসর ধোঁয়ার কুন্ডলী
রূপসী নারীর মতো বাড়চ্ছে হাত
করুণ দয়া প্রার্থীর মতো দাঁড়িয়ে হাত নাড়ছে।
উদাসীন আকাশ তার নীল ভ্রূকুটি ছোঁয়ায়
নব আবাহনে কাঁটা ঝোপের মতো মুখিয়ে আছে
কনকনে হীমেল বাতাস
দুরন্ত মন ফিরে পেতে চায় শীতে
বুকের কৌটয় ভরা বাসন্তী বাহারী রূপ
ডুবে যাওয়া সূর্য যেন আজ দুরন্ত আবেগে
জেগে উঠতে চায় অকস্মাৎ ডুবন্ত সোনালী রথ
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন