ফেলনা
শংকর ব্রহ্ম
কিছুই ফেলনা নয় কারোর জীবনে
যদি সে তাতে খুঁজে পায় মানে
আর না বুঝলে মানে তবে
সব কিছুই ফেলনা মনে হবে
এই ধর একটি ঝিনুক যদি
উঠে আসে ধীবরের জালে
সে কি তাহলে মুক্ত খুঁজে পাবে
বরং উঠে এলে বড় কোন মীন
সে তার মানে খুঁজে পাবে
যদি তার খুঁজে পাও মানে
কিছুই ফেলনা নয় তোমার জীবনে

মন্তব্য করতে ক্লিক করুন