কবিতা - শূন্যে বাজে সুনীল গঙ্গোপাধ্যায় অন্যান্য কবিতা শূন্যে বাজে পাগল ডমরু গেল দিন, সবুজ দ্বীপের প্রিয় দিন নতুন পথের শেষ অনিত্যে বিলীন অন্যমনস্কতা মাখা মরু এই আলো, ছুটে যায় ছায়ার হরিণ এই ছায়া, অনিকেত তরু গেল দিন, সবুজ দ্বীপের প্রিয় দিন শূন্যে বাজে পাগল ডমরু! ♥ ০ পরে পড়বো ১৭৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন