আইনুল হক

কবিতা - আমার মন ভাঙা গান

লেখক: আইনুল হক

তোমার হৃদয়ের জানলা খুলে দাও
আমি লিখি যে তোমারই গান
তুমি আসলে চুপি চুপি এই হৃদয়ে
ভালোবেসে দিয়ে দেবো প্রাণ।।

চোখ থেকে ঝরাবো শুধু অশ্রুধার
ওই পদ-প্রান্তে কাঁদতে কাঁদতে
খুঁজবো হারানো স্মৃতির বেদনাতে
যুগে যুগে একাকার মনে ডাকলে
তুমি আসবে চুপি চুপি এই হৃদয়ে
সকলেই ভুল করে গায়
আমার মন ভাঙা গান।।

চিরদিনই দিবা-নিশি থাকবো চেয়ে
জগতের সব আলো জ্বেলে রে
তৈরি করব পুষ্প-দল, আশার বিথী
এই হৃদয়ের প্রতিটি কোটরে
তুমি আসবে চুপি চুপি এই হৃদয়ে
সকলেই ভুল করে গায়
আমার মন ভাঙা গান।।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন